সক্রেটিসের জীবনী 

পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম জ্ঞানী ব্যক্তিদের অন্যতম একজন দার্শনিক সক্রেটিস সক্রেটিসকে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম, জ্ঞানী ব্যক্তিদের একজন হিসেবে গণ্য করা হয় কিন্তু তিনি তার নিজের সম্পর্কে যে মন্তব্যটি করেছিলেন সেটি হচ্ছে নিজের ব্যাপারে আমি বলব আমি এটাই জানি যে আমি কিছুই জানিনা জীবন দশায় সক্রেটিসের ধারার মতো মৃত্যুর পরও চিরন্তন এক, বিষয়ে পরিণত হয়েছেন তিনি দর্শন বিষয় যদিও কিছুই লিখে যান নি তবু তাকে হাতেগোনা কয়েকজন মহামানবের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যাদের দ্বারা পৃথিবীর মানুষের ধর্ষণ চিরতরে বদলে গেছে তিনি যেমন নিজের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন

কিছুই জানেন না আমরাও আদতে ,তার ব্যাপারে কিছুই জানিনা যতটুকু জানি সবই তৃতীয় পক্ষের দেয়া তথ্য কারো পর যেসব, তথ্য রয়েছে সেসব নিয়েও রয়েছে ব্যাপক মাত্রায় বিতর্ক তো ভাবি যুগে যুগে চোখের আগুন হয়ে আছে আমাদের মাঝে দর্শনশাস্ত্রের মৌলিক বিষয় হিসেবে সক্রেটিস পড়ানো হয় কিন্তু তার প্রভাব কেবল দর্শনের মধ্যে আটকে নেই দর্শন ছাড়িয়ে, তিনি মিশে গেছেন প্রতিটি যুগের মানুষের মাঝে কেন তার এত প্রভাব কোন লিখিত প্রমাণ পাওয়া যায়না 99 তবু তাকে কেন বলা হয় অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক চূড়ান্ত হবে তার সম্পর্কে জানার চেষ্টা করি সক্রেটিস 469 খ্রীষ্টপূর্বাব্দে মতান্তরে 470 খ্রীষ্টপূর্বাব্দে এজেন্সির শিল্পনগরীতে,

সক্রেটিসের জীবনী

জন্মগ্রহণ, করেন তাঁর, পিতা ছিলেন একজন রাজমিস্ত্রি, অভ্যাস কর এবং তার মা সিনারি 
প্রেসিডেন্ট তার পিতার আয়ের, একেবারে কম ছিল না আবার পুরোপুরি সচ্ছল বলা যায় না ভালোবাসা নামক রাজনৈতিক অঞ্চলে বেড়ে ওঠা সক্রেটিস শৈশব থেকেই রাজনীতির সাথে পরিচিত হন এর নিয়ম অনুযায়ী 18 বছর বয়সের সকল জীবকে রাজনৈতিক দায়িত্ব পালন করতে হতো এইসব দায়িত্বের মধ্যে মূল দায়িত্ব ছিল মিলিটারিতে যোগ দেয়া অন্যদিকে মিলিটারি বিষয়ক বিভিন্ন দিক নির্ধারণ এবং বিচার বিভাগ পরিচালনার জন্য সিমুলসিল, তাতেও যোগ দিতে হতো এই গানগুলোতে কোন আপত্তি ছিল না সক্রেটিসের, তখনকার দেফেন্স সমাজে নারীর সৌন্দর্য নয় বরং পুরুষের সৌন্দর্য নিয়ে চর্চা হতো সুন্দর চেহারার পুরুষদের বিশেষ মূল্য দেয়া হতো সমাজে কিন্তু দুর্ভাগ্য বলতে হয় চোখে গিয়েছিলেন অতিমাত্রায় কঠিন চোখগুলো তার কদর সে যেন বেরিয়ে আসতে চাইতো, না কি ছিল একেবারে বোঝা ত ধুব্রি সক্রেটিস নিজের চেহারার এই কদর্য রূপের জন্য বিন্দুমাত্র দুঃখী ছিলেন না, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন না করে বরং এই ময়লা জামা গায়ে দিয়ে আর স্যান্ডেল পায়ে দিয়ে দিনের পর দিন কাটিয়ে দেয়া সক্রেটিসকে হারও কদর্য দেখাতো এককথায় কদর্য শব্দটিও যেন তার জন্য মানানসই নয় যুবক সক্রেটিসকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে তারা নিজ গৃহে সংকল্পবদ্ধ ছিলেন তিনি, 


যুবকের মত অসাধারণ বাধ্যতামূলক শিক্ষার বাইরে সক্রেটিসের উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেন বিশেষ করে সাহিত্য সঙ্গীত এবং অ্যাথলেটিক্সে পারদর্শী হয়ে ওঠে এবং শরীর যখন এ সময় বাড়ি চলে মোটামুটি ভাবে রক্ত করেন সক্রেটিস তিনি এগুলোতে মানুষকে বিভিন্ন প্রশ্ন করে সময় কাটাতে ভালোবাসতেন এখানে এগুলো বলতে এদেশের বাজার কে বোঝানো হয়েছে এর ফলে অভিজাত পরিবারের যুবক শ্রেণীর মাঝে তার মোটামুটি রকমের জনপ্রিয়তা সৃষ্টি হয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য সক্রেটিসের দাম্পত্য জীবন নিয়ে বিন্দের মাঝে রয়েছে চরম বিতর্ক কেউ মনে করেন তার একমাত্র স্ত্রী জ্যানথিন যার গর্ভে জন্ম হয় সক্রেটিসের টিনসেলের কেউ দাবি করেন জ্ঞান ফিরবে ঘরে সক্রেটিসের প্রথম সন্তানের জন্ম হয় পরে সক্রেটিস মৃত্যু নামক এক নারীকে বিয়ে করেন মৃত্যুর গর্ভে জন্ম হয় সক্রেটিসের অপর দুই ছেলে আরেকটু পন্ডিত মনে করেন সক্রেটিস আসলে দুইজনকে এক সময় বিয়ে করেছিলেন কেননা এজেন্সি তখন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা কম ছিল একমাত্র ছিলেন অত্যন্ত ঝগড়াটে প্রতিদিনই সক্রেটিসের সাথে ঝগড়া হতো একদিন প্রচন্ড রাগান্বিত জ্যানথিন চিৎকার করে যাচ্ছিলেন
                                                                                         
 আর সক্রেটিস বরাবরের মতো নিশ্চুপ ছিলেন এক পর্যায়ে সক্রেটিসের মাথায় এক বালতি পানি ঢেলে দিলেন তখন সক্রেটিস বিখ্যাত উক্তিটি করেন আফরিন পেয়ে সম্পর্কে তার আরও একটি বিখ্যাত উক্তি হচ্ছে আপনি বিয়ে করুন আর নাই করুন উভয় ক্ষেত্রে পস্তাবেন সক্রেটিসের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলেন চারশত 31 থেকে 40 এক কৃষ্টপুর মানব দেহের মধ্যে এশিয়াবাসী তাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয় পৃথিবীর শেষ প্রান্তের সাথে যুদ্ধ হয় পেলোপনেসিয়ান যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে এসেন্সের একই শ্রেণি বিশেষ করে অভিযোগে শ্রেণি স্পার্টানদের পক্ষে চলে যান কেননা এদেশের গণতন্ত্র ও মানুষের মত প্রকাশের স্বাধীনতায় তারা সন্তুষ্ট ছিলেন তার চেয়ে স্পার্টানদের সমাজ তাদের পছন্দ ছিল যেখানে সাম্রাজ্যবাদী ব্যবস্থা চালু ছিল এবং সমাজের নিচু শ্রেণীর কথা বলার কোন অধিকার ছিলনা যুদ্ধে শেষতক স্পার্টানদের জয় হয় তবে সরাসরি এর ক্ষমতা নিয়ে নেয়নি বরং তাদের সমর্থক অভিজাত শ্রেণীর লোকদের মধ্যে থেকে 30 জনকে বাছাই করে
সক্রেটিসের জীবনী

এসএমএসের ক্ষমতায় বসিয়ে দেয় এই 30 জন টেন থার্টি নামে পরিচিত হয় বিভিন্ন কারণে ডেমোক্রেটরা সক্রেটিসকে গণতন্ত্রের শত্রু ভাবতে লাগল আনুমানিক 415 খ্রিস্টপূর্বাব্দের দিকে যখন এজেন্সির নৌ বাহিনী হিসেবে আক্রমণ

 করার প্রস্তুতি নিচ্ছিল তখন এজেন্সির দেবী আর্মিদের কিছু মূর্তি ভেঙে ফেলা হয় দেবী হার্মিসকে বলা হয় রহমান গানি নিরাপত্তা গানের দেবী এই ঘটনার কয়েক দিনের মধ্যে এলিয়েন শাস্ত্রীয় অনুষ্ঠানের অবতরণ করে একদল লোক বলতে তারা অনুষ্ঠানটি কোন পুরোহিতের উপস্থিতিতে নিজেদের বাড়িতে পালন করে যে রীতি ছিলো যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি ছিলেন এল সি বি আর এর ফলে তাকে নৌ বাহিনী থেকে প্রত্যাহার করে নেয়া হয় শাস্তির ভয়ে তিনি আশ্রয় নেন কিছুদিনের মধ্যেই ধর্ম বিরোধী কর্মকাণ্ডের জন্য অনেকের শাস্তি হয় দেখা যায় অনেকেই সক্রেটিসের ঘনিষ্ঠ এতে সামান্য পরিমান হলেও সক্রেটিসের উপর সন্দেহ সৃষ্টি হয় এরই মাঝে 411 খ্রীষ্টপূর্বাব্দে একজন নাগরিক নয় গণতন্ত্র অস্বীকার করে বসে এর সমর্থক ছিলেন অন্যদিকে মানুষের সাথে উত্তল লেন্সের দ্বন্দ্ব চলছে শিবিরের পক্ষ নেন একেতো তিনি প্রথম থেকে স্পাইডার পক্ষপাতী তার ওপর অসিদের সাহায্য করা অর্থাৎ s207 বন্ধুত্ব করেছেন এ সি বি আর এ জন্য তিনি হয়ে উঠেন এর

 প্রধান শত্রু কিন্তু এই জটিল পরিস্থিতিতে চকলেট আরসিবি এর সাথে তার সম্পর্ক বজায় রাখেন এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন ফলে আইসিবি আদেশের কর্মকাণ্ডের পরোক্ষভাবে সক্রেটিসের হাত আছে বলেই ধারণা করে এসএমএস করসি 404 খ্রিস্টপূর্বাব্দে যখন ডাইরেক্টরি শাসন চলছে তখন তাদের প্রধান কৃষিজ সক্রেটিসকে 30 বছরের নিচে কোন যুবক সবে যোগাযোগ করতে নিষেধ করেন সক্রেটিসের পূর্ব থেকেই ভালো সম্পর্ক ছিল অন্যদিকে সক্রেটিস আদেশ নির্দেশ মেনে নিয়েছিলেন এই দুটি বিষয় সন্দেহকে ঘনীভূত করে গণতন্ত্রের উপর অত্যাচার শুরু করে তারা অসংখ্য ডেমোক্রেট কে নির্বাসনে বাধায় অনেকে অন্যের অভিযোগে অর্থ করে নির্ভরশীল তাদের একদল সংঘটিত 403 খ্রিস্টপূর্বাব্দে এসেছে ফিরে আসে এবং টিভিএস কে হত্যা করে মধুসূদন শান্তি প্রতিষ্ঠিত হয় এবং পুনরায় গণতন্ত্র ফিরে আসে এবং ডেমোক্রেটরা জেনারেল এমন একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে ফলে সক্রেটিসের প্রতি তাদের সন্দেহ হলিউড আমি নিশ্চিত কারণে তারা গণতন্ত্র বিরোধী দলের নামে সক্রেটিসকে আসতে পারছিল না আমার স্ত্রীর কারণে আর কোনভাবে পাসাদেনা সক্রেটিসের নামে

 ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয় অভিযোগে বলা হয় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্মের ক্ষতি করেছেন ইশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করেন নি যুবসমাজকে ধর্মবিরোধী করেছেন মূলত প্রাচীন গ্রিসের ধর্ম বলতে শহরের লোকজন এর জন্য পুরোহিত ও সরকারি কর্মকর্তাদের ঠিক করে দেয়া রীতিনীতি ও আচার-অনুষ্ঠানকে বোঝাতেও পূর্বপুরুষের ঐতিহ্য আক্ষরিকভাবে ধরে রাখার নামই ছিল পবিত্রতা অর্থাৎ ধর্মরাজ্য প্রতিষ্ঠান সাথে সংযুক্ত ছিল সে অর্থে ধর্মের বিরুদ্ধে কোন কিছু করা মানে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করা সক্রেটিসের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তার সমসাময়িক সমাজ তার মত প্রখর জ্ঞানী ছিলনা তারা ছিল রক্ষনশীল ও সংকীর্ণমনা সে সমাজের মানুষ বহু ঈশ্বরবাদী বিশ্বাসী ছিল ব্যাপারটা অনেকটা এমন ছিল যে ঈশ্বর তাদের সৃষ্টি করেননি বরং তারাই ঈশ্বর সৃষ্টি করেছিলেন ঈশ্বরের সম্পর্কে নানান গল্প কাহিনী প্রচলিত ছিল যেখানে দেখা যেত দেবতার সব সময় মানুষের উপকার করছেন না বরঞ্চ হয়ে উঠেছেন কখনো বা ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানবজাতির ক্ষতি সাধন করেছেন কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন এরকম হতে পারেন না তারা সর্বদা সত্যবাদী উপকারী 
                                                                                           
জ্ঞানী তিনি বিশ্বাস করতেন দাম্পত্য যৌক্তিকতার অপর নাম তারা মানুষের কাছে অর্থহীন আচার-অনুষ্ঠান আশা করেন না তার ধর্মীয় রীতিনীতি গুলো কে সম্পূর্ণরূপে উপেক্ষা করে বলে তার ওপর এই অভিযোগ আনা হলো যে তিনি মানুষকে এসব থেকে পৃথক করতে চাইছেন 399 খ্রিস্টপূর্বাব্দে আদালতের সক্রেটিসের বিচারের রায় দেয়ার জন্য 501 মতান্তরে 500 জন জুরি জুরি বোর্ড গঠন করা হলো সক্রেটিসের যুক্তি হেরে গেল 221 জন নির্দোষ ঘোষণা এর বিপরীতে 280 জন সক্রেটিস কে দোষী সাব্যস্ত করলেন সম্ভবত সক্রেটিস নিজেদের আড়াল থেকে বেরিয়ে ছিলেন নিয়ম অনুযায়ী সক্রেটিস জিজ্ঞেস করা হয় তিনি কি নিজের দোষ স্বীকার করে নিচ্ছেন কিনা কিন্তু সরকারি ঠিক যেন খুব করেছিলেন তাকে মৃত্যুদন্ড দেয়া হোক দূর স্বীকার করলে অন্যরকম হতে পারতো কিন্তু তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাঁর কর্মকাণ্ডকে যুক্তিযুক্ত বলেন তিনি তাঁর অসাধারণ প্যারাডেক্সিকেল বাচনভঙ্গিতে বিচারকদের কটাক্ষ 

দোষ স্বীকার তো দূরের কথা তিনি বরং পুরস্কার দাবি করে বসলেন বিচারকরা এতে ক্ষিপ্ত হয়ে যান ফলে অবশ্যম্ভাবীভাবে রায় তার বিরুদ্ধে যায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় 30 শান্তভাবে রায় মেনে নেন একটি ধর্মীয় উৎসবের জন্য তার মৃত্যুদন্ড 30 দিন পিছিয়ে দেয়া হয় এ,
সক্রেটিসের জীবনী

সময় তার বন্ধু ও গরিষ্ঠ না তাকে, পালিয়ে যাবার ব্যবস্থা করে দিলেও তিনি রাজি হননি ক্রেতাকে 30 দিন বাইরে থাকেন যারা, জেল কর্তৃপক্ষ 3000 টাকার বিনিময়ে রাজি হয় এখানেও সক্রেটিস তাদের উপহাস করেন এবং 100 গ্রাম দেয়ার প্রস্তাব করেন জীবনের শেষ দিনেও তিনি ছিলেন হাসিখুশি ওর সহজ-স্বাভাবিক বৃষ্টি আসা লোকের হাত রেখে বিষের পেয়ালা নিয়ে গান করতে তিনি খুব একটা বিলম্ব করলেন না বিষ পান করার পর তিনি মাটিতে লুটিয়ে পড়া আগে পর্যন্ত ধীরে ধীরে হাঁটাহাঁটি করেন তার বন্ধু এবং অনুসারীরা তাকে ঘিরে ছিল যখন বিশ্বাস করতে শুরু করল তার পা অবশ হয়ে এল ফ্রী,


 লুটিয়ে পড়ল মাটিতে ক্রিটরস যেন ফোন সবাই একসাথে গান ভেঙ্গে পড়লেন কাঁকন যে তিনি বললেন কিন্তু আমি আইসক্রিম প্রিয়াস এর কাছে থেকে একটা মুরগি ধার করেছিলাম সেটা শোধ করে দিও কান্নাবিজড়িত কণ্ঠে তিনি দ্রুত উত্তর দিলেন, অবশ্যই করবো আপনার আর কোন ইচ্ছা আছে এবার আর কথা বলছেন না সকালে ডিম পাড় দেওয়া সিঁদুর হয়ে এসেছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তবে সবাই চেয়ে আছে তার দিকে তিনি, আরো কিছু বলবেন যে আশায় কাল সকালে কিন্তু কিছু বলছেন না কেন তার চোখ গুলো স্থির হয়ে কৃষ্ণ দিকে চেয়ে আছে সক্রেটিস আর নেই তার জীবন প্রদীপ নিভিয়ে দিতে সক্ষম হয়েছে অনুসারীদের কান্নার শব্দ ধীরে ধীরে কমে এলো শোকের ছায়া ও কমে এলো কিছুদিনের মধ্যে কিন্তু প্রহসনের বিচার' সেদিন, হয়েছিল তা আজ হাজার বছর পরেও যেন কল্পনায় ভেসে উঠে আরেকটি নাই ওরে ওরে মন মহাজন সেই করুণ মৃত্যু অন্তর কাঁপে দেয় বারবার  |

Post a Comment

Previous Post Next Post